অনন্তমূলের অজানা তথ্য - ভেষজ গুণাবলী ও এর উপকারিতা

অনন্তমূলের অজানা তথ্য - ভেষজ গুণাবলী ও এর উপকারিতা


অনন্তমূল একটি ঔষধি গাছ । অনন্তমূলের ইংরেজি নাম Indian sarsaparilla । এটি একটি ঘাস জাতীয় লতানো উদ্ভিদ ।

অনন্তমূলের যে অংশ ব্যবহার করা হয়
অনন্তমূলের পাতাসহ গাছের সমস্ত অংশ ব্যবহার করা যায় ।

অনন্তমূলের ব্যবহারবিধি ও উপকারিতা 

খোস পাচড়ায় অনন্তমূলের ব্যবহার
খোস-পাচড়ায় ১-৩ গ্রাম মূল অথবা সমস্ত গাছের চূর্ণ দিনে ২ বার আহারের পর সেবন করলে খোস-পাচড়া, কুষ্ঠরোগ, শ্বেতীরোগ, চুলকানিসহ সব ধরণের চর্ম রোগের উপকার পাওয়া যায় ।

অরুচিতে অনন্তমূলের ব্যবহার
অরুচিতে পাতাসহ গাছ অল্প পানি দিয়ে ছেঁচে রস বের করে অথবা থেঁতো করে রাতে গরম পানিতে ভিজিয়ে রেখে ২-৩ চা চামচ রস সকালে খালি পেটে সেবন করতে হবে । তবে ঔষধ সেবনের কিছুক্ষণ পর নাস্তা খেতে হবে । এতে উপকার পাওয়া যাবে।

প্রদাহ, ব্রণ ও শোথরোগে অনন্তমূলের ব্যবহার
প্রদাহ, ব্রণ ও শোথরোগে পরিমানমত মুল পেস্টের মত করে কুসুম গরম পানি মিশিয়ে আক্রনাত স্থানে প্রলেপ দিলে উপকার পাওয়া যাবে।

হাঁপানিতে অনন্তমূলের ব্যবহার
হাঁপানিতে পাতার চূর্ণ ২ গ্রাম মাত্রায় সেবনে হাঁপানি রোগে উপকার পাওয়া যায় ।

অন্যান্য রোগে অনন্তমূলের ব্যবহার
গাছের মূল যৌন উত্তেজনা বৃদ্ধির টনিক, জ্বরনাশক ও ডায়রিয়ার প্রতিষেধক হিসেবে ব্যবহৃত হয়ে থাকে, তাছাড়া ক্ষুধা মন্দা, হাঁপানি, শ্বাসনালীর প্রদাহ কমায় এবং রক্তপরিষ্কারক হিসেবে কাজ করে ।

অনন্তমূল একটি অত্যন্ত উপকারী ভেষজ গাছ। এর অনেক ঔষধি গুণাগুণ। আমাদের উচিত নিয়মিত কিছু পরিমাণ অনন্তমূলের এর পথ্য সেবন করা এবং সঠিকনিয়মে এর যথাযথ ব্যবহার করা ।
Share:

No comments:

Post a Comment

Popular Posts

Blog Archive

Powered by Blogger.

Blog Archive

Unordered List

  • Lorem ipsum dolor sit amet, consectetuer adipiscing elit.
  • Aliquam tincidunt mauris eu risus.
  • Vestibulum auctor dapibus neque.

Theme Support

Need our help to upload or customize this blogger template? Contact me with details about the theme customization you need.