ব্রাহ্মীশাকের উপকারিতা

 ব্রাহ্মীশাকের উপকারিতা

স্মৃতিশক্তির ক্ষীনতায় ব্রাহ্মী শাক

ব্রাহ্মীর রস আধা চা চামচ গরম ঘি ও আধা কাপ দুধ এক সাথে মিশিয়ে সকালে হালকা নাস্তার পর সেব্য।
সেবন বিধিঃ
গাছের রসঃ ২ চা চামচ ।
সর্তকতাঃ
নির্দিস্ট মাত্রার অধিক খাওয়া উচিৎ নয় ।

শিশুদের শ্লেষ্মা প্রতিরোধে ব্রাহ্মী শাক


শিশুদের গলার কাছের কফ আটকে প্রায় দম বন্ধ করে দেয়,সেক্ষেত্রে ব্রাহ্মী শাকের রস গরম করে ঠান্ডা হলে ঠান্ডা রসের সাথে ১ চা চামচ দুধ মিশিয়ে খেতে দিতে হবে। এর দ্বারা শ্লেষ্মা সরে যাবে ।
সেবন বিধিঃ
গাছের রসঃ ২৫-৩০ ফোঁটা ।
সর্তকতাঃ
নির্দিস্ট মাত্রার অধিক খাওয়া উচিৎ নয় ।

স্বরভঙ্গ উপসমে ব্রাহ্মী শাক

ব্রাহ্মীর রস একটু গরম করে ঠান্ডা হলে সমপরিমান মধু মিশিয়ে সকালে একবার ও বিকালে একবার খেলে স্বরভঙ্গ উপসম হয় ।
সেবন বিধিঃ
গাছের রসঃ ২-৩ চা চামচ ।
সর্তকতাঃ
নির্দিস্ট মাত্রার অধিক খাওয়া উচিৎ নয় ।

মৃগী রোগের উপকারে ব্রাহ্মী শাক

মৃগী রোগটি নারী পুরুষ উভয়েরই হয় । যে কোন বয়সেই এ রোগের এ রোগের আক্রমন হতে পারে । ব্রাহ্মী শাকের রস একটু গরম করে ১/২ কাপ দুধের সাথে মিশিয়ে বেশ কিছুদিন খেলে উপকার পাওয়া যায় ।
সেবন বিধিঃ
গাছের রসঃ ২ চা চামচ ।
সর্তকতাঃ
নির্দিস্ট মাত্রার অধিক খাওয়া উচিৎ নয়

প্রস্রাবের স্বল্পতায় ব্রাহ্মী শাক

প্রস্রাবের স্বল্পতায় ব্রাহ্মীর রস ৬ চা চামচ দুধের সাথে মিশিয়ে সকাল বিকাল সেবন করতে হবে।
সেবন বিধিঃ
গাছের রসঃ ২ চা চামচ ।
সর্তকতাঃ
নির্দিস্ট মাত্রার অধিক খাওয়া উচিৎ নয় ।

শুক্রতারল্য দূরীকরনে ব্রাহ্মী শাক

ব্রাহ্মীর রস ১ কাপ দুধের সাথে মিশিয়ে সকালে সেবন করলে শুক্রতারল্য দূর হয় ।
সেবন বিধিঃ
গাছের রসঃ ২ চা চামচ ।
সর্তকতাঃ
নির্দিস্ট মাত্রার অধিক খাওয়া উচিৎ নয় ।

Share:

No comments:

Post a Comment

Popular Posts

Blog Archive

Powered by Blogger.

Blog Archive

Unordered List

  • Lorem ipsum dolor sit amet, consectetuer adipiscing elit.
  • Aliquam tincidunt mauris eu risus.
  • Vestibulum auctor dapibus neque.

Theme Support

Need our help to upload or customize this blogger template? Contact me with details about the theme customization you need.